মডেল নওশাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: মুফতি মাহমুদ খান

|

ফেসবুক লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। শনিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় মুফতি মাহমুদ খান আরো বলেন, সাধারণ ছাত্রদের উস্কানি দেয়াই ছিল লাইভ করার উদ্দেশ্য। জিজ্ঞাসাবাদে নওশাবা জানিয়েছেন, রুদ্র নামে এক ছেলে তাকে লাইভ করতে বলে। তাই তিনি উত্তরা থেকে লাইভ করেছেন।

এর আগে রাতেই উত্তরা থেকে নওশাবাকে আটক করা হয়। বিকেলে কাজী নওশাবা তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে জানান, হামলায় আন্দোলনরত দুই শিক্ষার্থী মারা গেছে। আন্দোলনরত এক শিক্ষার্থীর চোখ তুলে নিয়েছে বলেও গুজব ছড়ায় বলে অভিযোগ নওশাবার বিরুদ্ধে। দেড় মিনিটির একটু বেশি সময় ধরে চলা সেই লাইভে তিনি সবাইকে রাস্তায় নামারও আহ্বান জানান। পরে ফেসবুক থেকে সংরক্ষিত হওয়া লাইভ ভিডিওটি ডিলেট করেন নওশাবা।

যমুনা অনলাইন: এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply