কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত: বিটিআরসি

|

কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছে বিটিআরসি। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।

গতকাল সন্ধ্যার পর থেকে ব্যান্ডউইথ সরবরাহ অর্ধেকের নীচে নেমে এসেছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে মোবাইল অপারেটররা সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারছে না।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি যমুনা নিউজকে জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক আছে। তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply