হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা আইরিশরা

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই আইরিশ টপ অর্ডারকে চেপে ধরেন পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তবে হাসান ছিলেন বেশি আগ্রাসী। টপ অর্ডারের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। উইকেট নেয়ার মিছিলে তাসকিনও যোগ দিলে পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং করলেও এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। সে ওভারে প্রথম বলে স্টিফেন ডোহানির কাছে চার হজম করেন হাসান মাহমুদ। পরের বলে দেন ডট। তৃতীয় বলে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান ডানহাতি পেসার। পঞ্চম ওভারে ১২ রানে প্রথম উইকেট পেয়ে যায় বাংলাদেশ। ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডোহানি।

ছয় বলের মধ্যে দ্বিতীয় উইকেট পেতে পারতো বাংলাদেশ। আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিংয়ের ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। পয়েন্ট থেকে ডাইভ দিয়েছিলেন, বল তার আঙুল ছুঁয়ে মাটিতে পড়ে। বোলিংয়ে ছিলেন তাসকিন আহমেদ, ঘটনা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে। ৫ রানে জীবন পান স্টার্লিং।

তবে স্টার্লিংকে বেশিক্ষণ ক্রিজে রাখেননি হাসান মাহমুদ। নিজের করা পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান এই পেসার। স্টিফেন ডোহানির পর আরেক ওপেনার পল স্টার্লিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৭ রানে করে সাজঘরে ফেরেন এই আইরিশ ব্যাটার।

স্টার্লিংয়ের বিদায়ের দুই বল পরেই বিদায় নেন আরেক ব্যাটার হ্যারি ট্যাক্টর। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন হাসান। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক বালবার্নিও। দলীয় ২৬ রানে তাসকিনের শিকারে পরিণত হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। সবমিলিয়ে শুরুতে চার উইকেট হারিয়ে চাপে সফরকারী আয়ারল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply