ইসরায়েলে অভ্যন্তরীণ টানাপোড়ন; বিক্ষোভে যোগ দিলেন রিজার্ভ ফোর্সের সদস্যরা

|

দেশব্যাপী অভূতপূর্ব বিক্ষোভের মধ্যেও বিচার বিভাগীয় সংস্কার ইস্যুতে অনঢ় ইসরায়েল সরকার। বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট বলে দেন, বিক্ষোভের মুখেও পিছু হঠবে না সরকার। খবর রয়টার্সের।

সংস্কার পরিকল্পনার ঘোষণায় ইসরায়েলের গণতান্ত্রিক চর্চা নিয়ে ঘরে-বাইরে উঠেছে আলোড়ন। বছরের শুরু থেকেই চলছে গণআন্দোলন। বৃহস্পতিবারও জেরুজালেম ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ-প্রতিবাদ করেন ইহুদি সম্প্রদায়। তাদের সাথে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের কর্মকর্তারা। তারা বলছেন, নেতানিয়াহু নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। তার সব বক্তব্যেই সেকেলে।

বিশ্লেষকদের আশঙ্কা, এমনটা চলতে থাকলে খুব শিগগিরই দেশটির অর্থনীতির পতন ঘটবে। মসনদে বসেই বিচার বিভাগে সংস্কারের ঘোষণা দেন নেতানিয়াহু। এর ফলে, পার্লামেন্টের হাতে যাবে বিচারপতি নিয়োগ বা নতুন আইন পাশের এখতিয়ার।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আইন সংশোধনে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সরকার ও বিচার বিভাগের মধ্যেও আসবে সঠিক ভারসাম্য। বহিঃশত্রুর উসকানিতে বিভেদ সৃষ্টি হচ্ছে। কিন্তু রাষ্ট্র হিসেবে ইসরায়েল এক ও অভিন্ন। এখানে বিরোধের কোনো স্থান নেই। পরিস্থিতি শান্ত করতে নেয়া হবে কার্যকরী পদক্ষেপ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply