শহিদুল আলম ৭ দিনের রিমাণ্ডে

|

আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমকে ৭ দিনের রিমাণ্ডে পাঠিয়েছেন আদালত। সন্ধ্যায় সোমবার আইসিটি আইনে করা মামলায় পুলিশ তার দশ দিনের রিমাণ্ড চায়।

সোমবার বিকালে ডিবি পুলিশের উত্তরের পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় রমনা থানায় মামলা করেন।

এর আগে সকালে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ দাবি করেন, গতকাল রাত ১০টার কিছু পর ধানমণ্ডির বাসা থেকে শহিদুল আলমকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়। লিফট থেকে নামিয়ে গাড়িতে তোলার সময় শহিদুল আলমের চিৎকার শুনে বের হয়ে আসেন তিনি। ডিবি পরিচয়ের লোকজন যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ-সংরক্ষণের ডিভিআর বক্সও নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

রাতেই এ বিষয়ে ধানমন্ডি থানায় অভিযোগ করেন শহিদুল আলমের স্ত্রী। পরে সকালে মহানগর গোয়েন্দা অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে পরিবারের সদস্যদের আসতে বলা হয়।

আটকের আগে, শহিদুল আলম দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় কথা বলেন বলে জানা গেছে।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply