সড়ক পরিবহন আইন শুভঙ্করের ফাঁকি: রিজভী

|

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। এটা শুভঙ্করের ফাঁকি। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গতকাল সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। খসড়ায় সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। একই সাথে রয়েছে ৫ লাখ টাকা জরিমানা। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি হত্যা প্রমাণ হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা ন্যায়-অন্যায় বোঝে না। এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। শহিদুল আলমকে গ্রেফতার ও নির্যাতন তার সবচেয়ে বড় প্রমাণ।

বর্তমানে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেন রিজভী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply