রাখাইনে প্রবেশের অনুমতি চাইলো জাতিসংঘ

|

উত্তর রাখাইনে মানবাধিকার কর্মীদের প্রবেশের অনুমতি দিতে মিয়ানমার সরকারের কাছে আবারো আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা জানায়, সংঘাত কবলিত এলাকায় প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত মধ্য রাখাইনে সহায়তা কার্যক্রম চালাবে তারা। বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেয়া বাংলাদেশের প্রতি সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, শরর্ণাথী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মেহেকিক। সংস্থাটির হিসাবে সেনা অভিযানে এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত অব্যাহত থাকায় এখনো অব্যাহত রয়েছে রাখাইন থেকে রোহিঙ্গাদের ঢল।

গত ২৫ আগস্ট পুলিশ চৌকিতে হামলার জেরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গা অধ্যুষিত ২শ’র বেশি গ্রাম।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply