ফরাসি সরকারের পেনশন সংস্কারের বিরোধিতায় রাজপথে সাড়ে ৭ লাখ মানুষ

|

বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। মঙ্গলবার (২৮ মার্চ) পেনশন সংস্কার কর্মসূচি আইনের বিরোধিতায় রাজপথে নামেন দেশটির প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবাদে নেমে অবসরের বয়সসীমা বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তোলেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের পদত্যাগের দাবিও।

এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাত হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। চালায় ধরপাকড়; শুধু প্যারিসেই আটক হয়েছেন কমপক্ষে ২৭ জন। রাজধানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোয় মোতায়েন ছিল পুলিশের অতিরিক্ত ১৩ হাজার সদস্য।

এর আগে গত জানুয়ারিতে, ফ্রান্সে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করার প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন। কয়েক দফা পার্লামেন্টে তোলা হলেও, সংখ্যাগরিষ্ঠ ভোটের অভাবে সেটি পাস করানো যায়নি। গত সপ্তাহে, আইন পাশে সংবিধানের আশ্রয় নেয় সরকার। ভোটাভুটি এড়িয়েই অনুমোদন দেয়া হয় আইনটি পাসের। ফলে, বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্যারিসসহ অন্যান্য বড় শহরগুলোতে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply