দুইটি আসনে জয় স্থগিত, ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব নিয়ে সংশয়

|

পাকিস্তানে দুটি আসনে পিটিআই প্রধান ইমরান খানের জয় স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন-ইসিপি। আসন দুইটি হলো- ইসলামাবাদ ও লাহোর। ইসলামাবাদে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন ও লাহোরে একটি আসনে ভোট পুনঃগণনার আবেদনের প্রেক্ষিতে- ইসিপি মঙ্গলবার এ ঘোষণা দেয়।

ইসিপি জানায়, ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে গণমাধ্যমের সামনে ভোট দেন ইমরান খান। যা নির্বাচনী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এছাড়া, লাহোরের একটি আসনে ভোট পুনঃগণনার আবেদনের প্রেক্ষিতে রায় দেয়ার কথা রয়েছে হাইকোর্টের।

নবনির্বাচিত পার্লামেন্টে মোট পাঁচ আসনে জয়ী হয়েছিলেন ইমরান। বাকি আসনগুলো হলো- করাচি, মিয়ানওয়ালি এবং বান্নু। নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই আসনগুলোর ব্যাপারেও নতুন করে সিদ্ধান্ত নিতে পারে ইসিপি। এ অবস্থায় ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানের রাজনীতিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply