যুদ্ধাপরাধ তদন্তে ইয়েমেনে বিশেষজ্ঞ পাঠাচ্ছে জাতিসংঘ

|

ইয়েমেনের বিভিন্ন পক্ষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে দেশটিতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে জাতিসংঘ। শুক্রবার এ বিষয়ক একটি নীতিমালা পাশ করে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন।

জেনেভার বৈঠকে নির্ধারিত হয় নীতিমালাটি কার্যকরের জন্য বিবদমান সবপক্ষকে কিছু কিছু বিষয় ছাড় দিতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি তদন্ত দল গঠিত হবে বলেও চূড়ান্ত করা হয়। তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে। হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেন সরকারকে গেলো দু’বছর ধরে সহায়তা করে আসছে সৌদি আরব।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি ২০১৫ সালের মার্চ মাস থেকে দেশটিতে চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫৩০ জন। যাদের ৬০ ভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছে প্রায় ৪৯ হাজার মানুষ।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply