কবরের ভেতরে কান্নার আওয়াজ, জীবিত উদ্ধার করা হলো নারীকে!

|

ছবি: সংগৃহীত

কবরের ভেতর থেকে ৩৬ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে এ ঘটনা ঘটে। খবর ডন‘র।

পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের করে আনে। তার মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল।

পুলিশ আরও জানায়, ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়।

কবর থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখন হামলাকারী দু’জনকে খুঁজছে। তাদের বয়স ২০ ও ২২ বছরের মতো।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply