নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অন্বেষণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

|

ছবি: বাসস

নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অন্বেষণ এবং সেখানে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে, প্রবাসী বাংলাদেশিদের বৈধ মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (২ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবনে এ বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী জনশক্তি পাঠানোর জন্য নতুন দেশ ও কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং জনশক্তি পাঠানোর জন্য নতুন দেশ খুঁজে বের করতে হবে। আমরা এমন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবো যা একটি দেশের প্রয়োজন।

সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি পাঠাতে কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, যদি আমরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের বড় সুযোগ রয়েছে।

বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা কীভাবে ভালো থাকবেন এবং বৈধ পথে কীভাবে তাদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা যায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা (প্রবাসী) যদি হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠান, তবে তা হয়তো আপনাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছায় এবং তারা তা ব্যয় করে। কিন্তু এতে, যিনি এই অর্থ পাঠাচ্ছেন তার কোনো সঞ্চয় হয় না।

কখনও কখনও প্রেরিত অর্থ অপব্যয় করা হয়; এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক প্রবাসী শ্রমিক দেশে ফেরার পর দেখেন যে, দেশে তার কোনো টাকা নেই এবং অনেককে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যারা ব্যাংকিং বা আইনি মাধ্যমে টাকা পাঠায়, সরকার তাদের সেই রেমিট্যান্স প্রবাহে প্রণোদনা দিচ্ছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply