উড়তে থাকা নাপোলিকে মাটিতে নামালো এসি মিলান

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ’তে টেবিল টপার নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জায়ান্ট এসি মিলান। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিও। এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয় হারের দেখা পেলো স্পালোত্তির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ স্টেদিও দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে এসি মিলানকে আতিথ্য দেয় নাপোলি। দীর্ঘ অপেক্ষার পর শিরোপা জয়ের সুবাস পাওয়া নাপোলি এদিন ম্যাচের ১৭ মিনিটেই গোল হজম করে। স্কোর শিটে নাম তোলেন রাফায়ের লিও। এরপর ম্যাচের ২৫ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে ২-০ ব্যবধানের লিড পায় এসি মিলান। এরপর একের পর এক আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নাপোলি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এসি মিলান।

ছবি: সংগৃহীত

বিরতির পর স্কোরলাইন ৩-০ করেন রাফায়েল। আর নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সালিমায়েকার্স। এই জয়ে ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে এসি মিলান। আর সমান সংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নাপোলির। লিগে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের চূড়ায় রয়েছে স্পালোত্তির শিষ্যরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply