হিলিতে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, চার কারখানাকে জরিমানা

|

হিলি প্রতিনিধি:

বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও পরিবেশনের দায়ে দিনাজপুরের হিলিতে চার সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এসব সেমাই কারখানায় অভিযান চালিয়ে সহকারী পরিচালক মমতাজ বেগম এ জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, অনুমোদনহীনভাবে ও কেমিক্যাল রঙ মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ হিলির ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় বেশিরভাগ কারখানার শ্রমিকরা এপ্রোন ও ক্যাপ ছাড়াই মাটির ঘরে এসব সেমাই তৈরি করছেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআই এর লাইসেন্স না থাকায় সতর্কতামূলকভাবে চার প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের কারখানা বন্ধ করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply