জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ঘিরে আবারও আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। টানা ২য় রাতের মতো ইসরায়েলি সেনাদের সহিংসতা-ধরপাকড় অব্যাহত ছিল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, বুধবার গভীর রাতে মসজিদ চত্বরে প্রবেশ করে ইহুদি নিরাপত্তা বাহিনী। প্রায় সাড়ে তিনশ’ মুসল্লিকে সরিয়ে দিতে শুরু করে তাণ্ডব। এ সময় স্টান গ্রেনেড, রাবার বুলেট ছোড়ে তারা। হামলায় ১৪ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়। ইসরায়েলি পুলিশের হামলা ঠেকাতে ইট-পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা।
এক বিবৃতিতে তেল আবিব পুলিশ দাবি করে, ইট-পাটকেল, পটকা মসজিদের ভেতর জড়ো করে রেখেছিল। ব্যারিকেড তৈরির চেষ্টা করে তারা। এর প্রেক্ষিতেই এ হামলা চালানো হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের দাবি- নামাজ শেষ হওয়ার আগেই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় মুসল্লিদের সাথে ইসরায়েলি সেনাদের দফায় দফায় সহিংসতা হয়।
একদিন আগেও একইভাবে নামাজরত মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইউএইচ/
Leave a reply