বঙ্গবাজারের ধ্বংসস্তূপ থেকে মাঝেমধ্যেই জ্বলে উঠছে আগুন

|

বঙ্গবাজারের ধ্বংসস্তূপের নিচে এখনও মাঝেমধ্যেই জ্বলে উঠছে আগুন। ধোঁয়ায় কিছুটা আচ্ছন্ন হচ্ছে চারপাশ।

বুধবার রাতের পর সকাল থেকেও আগুন নেভানের কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের লাগোয়া মার্কেটের ভবন থেকে মালামাল সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। যেকোনো ধরনের দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরইমধ্যে ঘটনাস্থলে ভিড় করছেন সব হারানো মানুষরা। তবে ধ্বংসস্তূপ এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। এদিকে, আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ ঈদের আগেই দেয়ার দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। মার্কেটটিতে সহস্রাধিক কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে সবশেষ কাজ করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply