আগামী নির্বাচনে ভোটের জন্য চ্যালেঞ্জ দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা: সিইসি

|

ইভিএম বা ব্যালট নয়, আগামী জাতীয় নির্বাচনে ভোটের জন্য চ্যালেঞ্জ সব দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, এই মুহূর্তে সংকট রাজনৈতিক। সেটি রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিষয়ে সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সকলের অংশগ্রহণ না থাকলে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি দিয়েও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা পাওয়া যায় না বলেও জানান তিনি।

সিইসি বলেন, কোনো দল প্রার্থী না দিলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শান্তিপূর্ণ নির্বাচন হবে; কিন্তু সেটি গ্রহণযোগ্যতার প্রশ্ন তৈরি করে। ব্যালটের ভোটে রাতে করা গেলেও ইভিএমে তা সম্ভব নয়। কোনো চাপে নয়, অর্থ না পেয়ে ইসি শতভাগ ব্যালটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply