অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউছিয়া। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মার্কেটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সিঁড়িতে দোকান ও করিডোর উন্মুক্ত নয়, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকাসহ বেশ কিছু ত্রুটি রয়েছে গাউছিয়া মার্কেটে। শুধু গাউছিয়া নয়, রাজধানীর বেশিরভাগ মার্কেটই এমন ঝুঁকিপূর্ণ।
গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির নেতারা জানান, তাদের মার্কেটে যেসব ত্রুটি আছে তা শিগগিরই সমাধান করা হবে। নিশ্চিত করা হবে মানুষের নিরাপদ কেনাকাটা। এর আগে, ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা সংস্থার লোকজন যৌথভাবে গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন। দোকান মালিক সমিতির নেতাদের সাথে নিয়েই তাদের ত্রুটি ধরিয়ে দেন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।
/এমএন
Leave a reply