‘কূটনৈতিক ব্যর্থতায় চীন-ভারত-রাশিয়াকে কনভিন্স করা যায়নি’

|

কূটনৈতিক ব্যর্থতার জন্যই সরকার চীন, ভারত ও রাশিয়াকে রোহিঙ্গা ইস্যুতে ‘কনভিন্স’ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারলে মিয়ানমারকে মাথা নত করানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় সরকারকে ‘আমিত্ব’ বাদ দিয়ে আবারও জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি, রোহিঙ্গা ইস্যুতে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, জনগণের সরকারই কেবল রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার, সকালে প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভায় তিনি একথা বলেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply