পাবনায় অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

|

পাবনা প্রতিনিধি:

পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আকরাম শেখ (৪৫) পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর (শ্রীপুর) গ্রামের জব্বার আলী শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ আকরাম শেখকে আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। পরে আটককৃত আকরাম শেখের স্বীকারোক্তি অনুযায়ী ইসলামপুর এলাকার একটি লিচু বাগানের ভেতর একটি ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের তৎকালীন এসআই কামাল হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত র্দীঘ শুনানি ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সালমা আক্তার শিলু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইয়ুব খান।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply