পাকিস্তানের জালে বাংলাদেশি মেয়েদের ১৪ গোল!

|

সাফ অনূর্ধ্ব- ১৫ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

এদিন খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীদের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান নারী দল।

খেলার প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মধ্যেই যে ১২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান আরও গোল কারার সুযোগ পেয়েছিল নারীরা। কিন্তু তাড়াহুড়ায় করতে গিয়ে অনেক সুযোগ নষ্ট করে বাংলাদেশ দল।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে ভুটান গেছেন মারিয়া মান্ডারা।

মাত্র আট মাসের ব্যবধানে একই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলতে নামছে মারিয়া, আঁখি, মনিকারা।

গত ডিসেম্বরে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের কিশোরীরা হারিয়েছিল ভারতকে।

বাংলাদেশ ও পাকিস্তান সিনিয়র পর্যায়ে একাধিকবার মুখোমুখি হলেও কিশোরীদের দেখা এবারই প্রথম। ফেভারিট হিসেবে পাকিস্তানকে ১৪ গোলে হারিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু মারিয়া মান্ডাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply