মসজিদের চাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

|

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার চাটরা জামালপুর গ্রামে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মসজিদের মুষ্টির চাল তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- সাহেব আলী (৩৫), আবদুল্লাহ আল ফারুক রাজু (৩৭), ইসরাইল হোসেন (৪০), মো. আলম হোসেন (৩৪), মহসিন আলী (২২), আহসান হাবীব (২০), গোলাম মোস্তফা (৩৫) ও মকলেছুর রহমান (৪৩)।

জানা যায়, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চাটরা জামালপুর গ্রামে বুধবার এশার নামাজের পর ওই এলাকার সাবেক ইউপি সদস্য খইমুদ্দিন এবং আবদুল্লাহ আল ফারুক ওরফে রাজু গং এর মধ্যে চাটরা জামালপুর এলাকার স্থানীয় একটি মসজিদে মুষ্টির চাল তোলা নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে আহত হন ১৫ জন।

পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় চারজনকে পাবনা সদর হাসপাতালে এবং অপর চারজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, মসজিদের মুষ্টির চাল তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply