ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে গাছ থেকে পড়ে বাবলু মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়ীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শনিবার (৮ এপ্রিল) সকালে ধান্যহাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাহ উদ্দিন আহাম্মেদ জানান, মেহগনি গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন বাবলু। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়।
এএআর/
Leave a reply