সোনার মূর্তির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো তারা, ৮ প্রতারক গ্রেফতার

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রানীশংকৈল উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের আব্দুস সালামের ছেলে সুমন (১৯), একই এলাকার
ফজর আলীর স্ত্রী আমেনা দুখী (৭০), শহিদুলের ছেলে বিপ্লব (২২), বাবুলের মেয়ে পারুল (২৫), তসলিমের স্ত্রী নুমা (৩০), রুবেলের স্ত্রী রুপালী বেগম (২৭), মৃত আব্দুল বারেকের মেয়ে বর্ণা আক্তার (২৫), ও তার ছেলে মারুফ (১৯)।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ও সোনার মূর্তির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply