পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিজিটিএন এর।
সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় ভোর রাতের দিকে ঘটে এ দুর্ঘটনা।
বেঁচে ফেরা যাত্রীরা জানান, ৭৬ জন আরোহী নিয়ে হুয়ানুকো শহর থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিলো দ্বিতল বাসটি। এ সময় পাহাড়ী রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাইওয়ে থেকে পড়ে যায় নদীতে।
পরে আহতদের ফোন পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি বাহিনী। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে নিকটস্থ হাসপাতালে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বেপরোয়া গাড়ি চালনার কারণে অঞ্চলটিতে প্রায়ই হয় এ ধরনের দুর্ঘটনা।
এসজেড/
Leave a reply