ঈদ উপলক্ষ্যে অনলাইনে পুরো দমে চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। এবার অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় অন্যবারের মতো হয়রানি আর নেই। তবে টিকিট ছাড়া যাতে কেউ ঈদযাত্রা করতে না পারে সে লক্ষ্যে কমলাপুর রেলস্টেশনে তৈরি করা হয়েছে একাধিক অস্থায়ী প্রবেশপথ বা চেক পয়েন্ট। সেখানে যাত্রীদের প্রত্যেককে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে রেলস্টেশনে।
এরই মধ্যে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে অস্থায়ী এসব প্রবেশ পথ। কমলাপুর রেলস্টেশনের প্রবেশের মুখেই ৬টি পৃথক প্রবেশপথ তৈরির করা হচ্ছে। এসব গেট তৈরির কাজও প্রায় শেষ। আগামী ১৭ এপ্রিল থেকে চালু হবে ঈদের অগ্রিম টিকিটে যাত্রা। ঐদিনই প্রতিটি অস্থায়ী গেটে রেলপুলিশসহ সংশ্লিষ্টরা যাত্রীদের টিকিট চেক করবেন। টিকিট ছাড়া যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কড়া ব্যবস্থা নিতেই এই উদ্যোগ।
এদিকে, আজ (১১ এপ্রিল) দেয়া হচ্ছে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। শেষ দিনে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেলের সার্ভারে ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য দুই কোটি ৫০ লাখ বার হিট করা হয়েছে। অনলাইনে টিকিট না পেয়ে কেউ কেউ ছুটে আসেন কমলাপুরেও।
এসজেড/
Leave a reply