নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নতুন ১২টি রাজনৈতিক দলকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দলগুলোর বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে অনুমোদন দেয়ার কথা জানানো হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংক্ষিপ্ত তালিকায় থাকা দলগুলোর মধ্যে আছে- এবি পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, হিউম্যানিস্ট পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, সনাতন পার্টি, সুপ্রিম পার্টি, লেবার পার্টি, মাইনরিটি জনতা পার্টি, পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
নির্বাচন কমিশন জানায়, এসব রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয়, জেলা ও থানা অফিস তদন্ত শেষে যাচাই বাছাই করা হবে। তারপর চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে। নিবন্ধন পেতে ৯৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছিল। সেখান থেকে ১৬ দলকে বাতিল বলে ঘোষণা করা হয়। ১৯টি দল তাদের কোনো কাগজ দিতে পারেনি।
ইউএইচ/
Leave a reply