চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগরে ৪ শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

|

চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ বলছে, ২০১৭ সালের পর এটাই সবচেয়ে প্রাণঘাতী প্রথম প্রান্তিক।

বুধবার (১২ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম।

আইওএম জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভূমধ্যসাগরে হওয়া নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ৪৪১ জন। অবশ্য সংস্থাটির বক্তব্য, প্রকৃত সংখ্যা এর তুলনায় অনেক বেশি। কারণ, তালিকাভুক্ত বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর’র মতে, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট হলো ভূমধ্যসাগর। যেখানে গড়ে প্রতি ছয়জন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে একজনের হয় মৃত্যু। ২০১৪ সাল থেকে ভয়ংকর এই সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৭০০ জনের বেশি মানুষ। ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশেই তাদের এই বিপজ্জনক যাত্রা।

এদিকে, ইতালির দাবি করেছে চলতি বছর ৩১ হাজার অভিবাসনপ্রত্যাশী তাদের দেশে পৌঁছেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply