ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্বালানি তেলের একটি খুচরা দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা। এতে ওই দোকানে থাকা ২০ ড্রাম ডিজেল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত ওই দোকানের মালিক তোফায়েল মিয়া জানান, সকালে দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে গোটা দোকান আর দোকানের সব জ্বালানি পুড়ে ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এ দোকান মালিকের দাবি, তার দোকানে ২০টি ডিজেলের ড্রাম ছিল, যার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ নিয়ে আশুগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এসজেড/
Leave a reply