এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হোয়াসং-এইটটিন’ এর সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শুক্রবার (১৪ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
দাবি করা হচ্ছে, এর মাধ্যমে কিম জং উনের উন্নত ও শক্তিশালী প্রতিরক্ষা খাত গড়ে তোলার স্বপ্ন নতুন মাত্রা পেলো। পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইলটির উৎক্ষেপণ পরিচালনা করেন খোদ সর্বোচ্চ নেতা। সাথে ছিলেন তার কন্যাও।
পিয়ংইয়ং এর দাবি, প্রথমবারের মতো কোনো ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হলো সলিড ফুয়েল। তরল জ্বালানির তুলনায় এই ফুয়েল ব্যবহার অনেকটাই নিরাপদ। সহজেই করা যায় সরবরাহ ও লোডিং। উত্তর কোরিয়ার হুমকি, শত্রুদের কৌশলগত এবং আগ্রাসী আচরণের দাঁতভাঙ্গা জবাব দিতে সক্ষম এই মিসাইল। শুধু তাই নয়, কখনও পারমানবিক হামলা চালানো হলেও এটি পাল্টা আক্রমণ চালানোর মোক্ষম হাতিয়ার। চলতি বছরই ৩০টি মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া।
/এমএন
Leave a reply