ধর্মান্ধ গোষ্ঠীর সকল বাধা-বিপত্তি অতিক্রম করে দেশের সকল পর্যায়ের মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলা ১০ দিনব্যাপী বৈশাখী মেলার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জানিয়েছেন, সম্প্রদায়িক অপশক্তি ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের উন্নয়ন ও কৃষ্টিকালচারকে বধাগ্রস্থ করতে কাজ করছে।
শিল্পমন্ত্রী বলেন, এই মেলা দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের মান উন্নয়ন ও বাজারজাতকরণে ভূমিকা রাখবে। প্রতিটি জেলায় ক্ষুদ্র শিল্পের এই মেলা ছড়িয়ে দেয়ার কথাও জানান তিনি।
মেলায় চামড়াজাত ও পাটজাত, ফ্যাশন ও বুটিকস, বাঁশ, বেত ও হস্তশিল্পের ৮৮টি স্টল রয়েছে। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈশাখী মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
/এমএন
Leave a reply