ছাগলনাইয়ায় দুই কোটির টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ওষুধ আটক

|

ফেনী প্রতিনিধি 
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে রোববার ভোরে প্রায় দুই কোটির টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, দেবপুর বিওপির একটি বিশেষ টহলদল রোববার ভোরে ছাগলনাইয়া উপজেলার জদ্দার কোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ১ লাখ ৩৯ হাজার ৫শ পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট, ১ হাজার ৮শ ৪০ পিস নিমো সোলাইট ট্যাবলেট, ২০ হাজার পিস প্যারাকটিন ট্যাবলেট, ২০ হাজার ৩শ পিস সেরিডন ট্যাবলেট আটক করে।  ওষুধগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৩শ টাকা।

এদিকে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল ছাগলনাইয়া উপজেলার জ্বিন পুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ লাখ ১০ হাজার পিস ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট আটক করে। ওষুধগুলোর আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। আটককৃত মালামাল ফেনী শুল্ক অফিসে জমা করা হয়েছে।

ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুর রহমান পৃথক অভিযানে প্রায় দুই কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটকের তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনায় অজ্ঞাতদের আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply