টুপি-জায়নামাজ-সুগন্ধির বাজারে ভিড় বেড়েছে

|

ঈদে নতুন কাপড়ের সাথে টুপি, জায়নামাজ ও সুগন্ধি আতরের চাহিদাও কম নয়। তাই নতুন টুপি, আতর, জায়নামাজ, তসবিহর দোকানগুলোতে ভিড় বাড়ছে।

যদিও ব্যবসায়ীদের দাবি, বিক্রি গেলোবারের চেয়ে ৩০ শতাংশ কমেছে। এদিকে, আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে সুগন্ধির দামে। জায়নামাজের বাজারে চীন ও তুরস্কের আধিপত্য। এলসি বিড়ম্বনা ও ডলারের বিনিময় মূল্য বাড়ায় বছরের ব্যবধানে প্রতি পিসের দাম বেড়েছে দেড়শ টাকারও বেশি।

বিক্রেতাদের দাবি, মজুরী খরচের পাশাপাশি বেড়েছে সুতার দামও। ডলারের দাম বৃদ্ধির প্রভাবে বিভিন্ন দেশ থেকে আমদানীকৃত টুপির দামও বেড়েছে ৩০ শতাংশের বেশি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply