তীব্র তাপদাহে ঝরে পড়ছে গাছের আম

|

ঝিনাইদহ প্রতিনিধি:

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও চলছে তীব্র তাপদহ। এতে করে কোটচাঁদপুর উপজেলায় ব্যাপকহারে ঝরে পড়তে শুরু করেছে গাছের আম। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে উপজেলার কয়েক’শ আম চাষী।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আমের চাষ হয়েছে ৭’শ হেক্টর জমিতে। গেল বছর উৎপাদন হয়েছিল ১২ হাজার ৬’শ মেট্রিক টন আম। এই উপজেলায় ১৭’শ আম বাগান রয়েছে।

উপজেলার তালসার গ্রামের চাষি সোহরাব হোসেন বলেন, তীব্র তাপদহ ও গরমে এমনিতেই ফসলের ক্ষতি হচ্ছিল। এ ছাড়া তাপ আর গরমে আমের গুটি লাল হয়ে ঝরে পড়ছে। এসব বিষয়ে কৃষি অফিস আম বাগানে সেচ ও গাছে পানি স্প্রে করতে বলেছেন।

নারানবাড়িয়া গ্রামের ফয়েজ আহমেদ বলেন, তাপে আর গরমে আম ঝরে পড়ছে। এতে করে উৎপাদন কমতে পারে বলে জানিয়েছেন ওই চাষি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজিবুল হাসান বলেন, তীব্র তাপদহ ও অনাবৃষ্টিতে ধানের ক্ষতি হতে পারে। তিনি বলেন, ইতোমধ্যে আমরা চাষিদের সচেতন করতে এলাকায় এলকায় লিফলেট বিতরন শুরু করেছি। এই আবহাওয়ায় আম কিছু ঝরে পড়তে পারে। সে ক্ষেত্রে গাছের গোড়ায় পানি দেয়া যেতে পারে। এ ছাড়া অন্য কোনো ফসলের তেমন ক্ষতি হওয়ার কথা আমার জানা নেই। এছাড়া কেউ অভিযোগও করেনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply