রিমান্ড শেষে কারাগারে শহিদুল আলম

|

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শেষে আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ৭ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে কোনো জামিন আবেদন ছিল না। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

গত ৫ আগষ্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

৬ আগষ্ট শহিদুল আলমকে আদালতে হাজির রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply