শেরপুরে একের পর এক চুরি যাচ্ছে কঙ্কাল

|

শেরপুরের নকলা উপজেলার কয়েকটি গ্রামের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হচ্ছে নিয়মিত। স্থানীয়রা বলছেন, এক বছরে চুরি গেছে অর্ধশতাধিক কঙ্কাল। এতে মৃত ব্যক্তির স্বজনরা আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে জানানোর পরও চোর চক্রকে গ্রেফতারে কোনো তৎপরতা নেই।

চর মধুয়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা নুর জাহান। দেড় বছর আগে স্বামী আব্দুল হাই মুন্সি মারা গেলে দাফন করেন বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে। একই কবরস্থানে ভাতিজা জবা মাস্টারকেও ৩ মাস আগে কবর দেয়া হয়। গত ১৫ এপ্রিল রাতে চুরি হয়ে যায় দুটি কবরের কঙ্কাল।

একই ঘটনা ঘঠেছে পাশের গ্রাম ডিগ্রির চরে। শেরপুরে নকলা উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের দাবি, গত এক বছরে চুরি গেছে পঞ্চাশটিরও বেশি মানব কঙ্কাল। এসব এঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

পুলিশ বলছে, কঙ্কাল চুরির সাথে জড়িত চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে। নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সাইফুল্লাহ বলেন, এ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে থানায়। আমরা চেষ্টা করছি চোর চক্রটিকে ধরার। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

কবর থেকে কঙ্কাল চুরি ঠেকাতে কবরস্থানগুলোয় পালা করে পাহারার ব্যবস্থা করেছে গ্রামবাসী। তবুও চোরে হাত থেকে রক্ষা পাচ্ছে না কঙ্কালগুলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply