ভুল করে নিজেদের শহরেই রুশ বাহিনীর বোমা নিক্ষেপ!

|

ছবি: সংগৃহীত

এবার ভুল করে নিজেদের শহরে বোমা হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভুল করে দেশটির বেলগোরদ শহরে এই বিমান হামলা করা হয়। দেশটিতে প্রায় ৪ লাখের বেশি রুশ নাগরিকের বসবাস। সিএনএনের খবর।

ইউক্রেনে বোমা হামলার জন্য বেলগোরদ শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল রুশ যুদ্ধ বিমানগুলো। এর একটি বিমান এসইউ-৩৪ (SU-34) থেকে বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংস হয়েছে একাধিক যানবাহনও। শহরের প্রধান শহরে প্রায় ৬০ ফুট চওড়া গর্ত সৃষ্টি হয়েছে।

রুশ সংবাদ সংস্থা আরআইএ নবোস্তি জানিয়েছে, ২০ এপ্রিল স্থানীয় সময় রাত সোয়া ১০টায় ঘটেছে এই ঘটনা। এতে দুইজন আহত হয়েছেন বলে জানান বেলগোরদের গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ।

আরও পড়ুন: যুদ্ধের জন্য ৪ লাখ সৈন্য নিয়োগ করতে চায় মস্কো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply