নারীদের ১০০ মিটার স্প্রিন্টেও অঘটন!

|

Jamaica's Elaine Thompson competes in a Women's 100 meters semifinal during the World Athletics Championships in London Sunday, Aug. 6, 2017. (AP Photo/Tim Ireland)

ছেলেদের পর এবার নারীদের ১০০ মিটার স্প্রিন্টেও ঘটেছে অঘটন। পঞ্চম হয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে দ্রুততম মানবী জ্যামাইকার এলেইন থমসনকে।

তবে আইভরি কোস্টের ম্যারি জোসে তালু’কে দশমিক এক সেকেন্ডের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাস্ট্রের টরি বোয়ি।

সর্বশেষ রিও অলিম্পিকের ১০০ ও ১০০ মিটারের চ্যাম্পিয়ন জ্যমাইকান থমসনই ছিলেন আসরের ফেবারিট। কিন্তু স্বদেশী বোল্টের মতোই দৌড় শুরু করতে দেরি করে বসেন তিনি। দশমিক শূন্য দুই সেকন্ডের সেই দেরি আর পুষিয়ে উঠতে পারেনি থমসন।

সুযোগটি কাজে লাগিয়ে কঠিন লড়াই হয় আইভরি কোস্টের জোসে তালু এবং যুক্তরাস্ট্রের টরি বোয়ের মধ্যে। যেখানে দশমিক ১ সেকেন্ডের ব্যবধানে স্বর্ণ পদক জিতে নেন মার্কিন কন্যা টরি বোয়ে। দৌড় শেষ করতে তিনি সময় নেন ১০ দশমিক আট পাঁচ সেকেন্ড। আর পঞ্চমস্থানে থাকা থমসনের টাইমিং ১০ দশমিক ৯৮।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply