ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টারের সঙ্গে ড্র করলো টটেনহ্যাম

|

ছবি : সংগৃহীত

পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্পার্স। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৭ মিনিটেই জেডন সানচোর গোলে লিড নেয় রেড ডেভিলরা। মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে ডি-বক্সে ঢুকে বল জড়ান এ ইংলিশ স্ট্রাইকার। বিরতিতে যাওয়ার আগে ব্রুনো ফার্নান্দেজের বাড়িয়ে দেয়া বলে ঠান্ডা মাথায় স্কোর লাইন ২-০ করেন রাশফোর্ড।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া টটেনহ্যাম চালাতে থাকে আক্রমণ। ৫৬ মিনিটে জটলার ভেতর বল পেয়ে ব্যবধান কমান পেদ্রো। আর ৭৯ মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান সন হিউং-মিন।

লিগে টানা তিন জয়ের পর এ ড্রয়ের ফলে তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়েছে ম্যান ইউ। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে পাঁচে উঠলো টটেনহ্যাম।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply