মার্কিন ইলেক্ট্রনিক পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা তুরস্কের

|

যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক অবরোধের কারণে মন্দার মুখে পড়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পাল্টা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোনো ইলেক্ট্রনিক পণ্য কিনবে না তার দেশ।

আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান দেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সবাই মিলে ডলার, মুদ্রাস্ফিতি ও সুদের বিরুদ্ধে দাঁড়াবো। ঐকবদ্ধভাবে আমাদের অর্থনৈতিক স্বনির্ভরশীলতা রক্ষা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা মার্কিন ইলেক্ট্রনিক পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। তাদের আইফোন থাকলে অন্যদের স্যামসাং আছে, আর আমাদের আছে ভেসটেল।’

এরদোগানের এই ঘোষণার পরপরই তুর্কি স্মার্টফোন কোম্পানি ভেসটেলের শেয়ারের মূল্য ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‘ভেনাস’ নামে আইফোনের মতো বিশেষ স্মার্টফোন তৈরি করে প্রতিষ্ঠানটি।

তুরস্কে কারাবন্দী একজন খ্রিষ্টান ধর্মযাজককে যুক্তরাষ্ট্রের অনুরোধে ছেড়ে না দেয়ায় ট্রাম্প প্রশাসন তুরস্কের স্টিল জাতীয় পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দাম সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply