বিচার বিভাগীয় সংস্কার আইনের প্রতিবাদে আবারও উত্তাল ইসরায়েল

|

ছবি : সংগৃহীত

বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। বিতর্কিত বিল বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

এ উপলক্ষ্যে শনিবার (২৯ এপ্রিল) তেল আবিবের কেন্দ্রে জড়ো হয় আন্দোলনকারীরা। প্রধান মহাসড়কেও মিছিল নিয়ে যায় তারা। অবরোধ করে রাখে বেশ কিছু সময়। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

এ সময় বিচার বিভাগের ক্ষমতা কমানোর বিলটি ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দেয় প্রতিবাদকারীরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় অনেকে। পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে।

সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবটি নিয়ে গত তিন মাস ধরেই উত্তেজনা চলছে ইসরায়েলে। বিল বাতিলের দাবিতে প্রতি শনিবারই আয়োজন করা হয় প্রতিবাদ মিছিল। তাদের অভিযোগ, গণতন্ত্র বিরোধী উদ্যোগ নিচ্ছে কট্টর ডানপন্থী সরকার।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply