বড় জয়ে শিরোপার আরও কাছে বার্সা, ইতিহাস গড়লেন ইয়ামাল

|

ছবি: সংগৃহীত

রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে লা লিগা শিরোপার আরও কাছে চলে গেছে বার্সেলোনা। প্রথমার্ধেই আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানদোভস্কি ও রাফিনিয়ার গোলের পর দ্বিতীয়ার্ধে বেতিস ডিফেন্ডারের আত্মঘাতী গোলে বড় জায় পায় কাতালানরা। এই রাতে ব্লাউগ্রানাদের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড করেছেন ১৫ বছর বয়সী স্ট্রাইকার লামিন ইয়ামাল। বিবিসির খবর।

ক্যাম্প ন্যুতে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। চমৎকার এক ক্রস থেকে ১৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

৩৩তম মিনিটে বড় এক ধাক্কা খায় বেতিস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার এডগার গনসালেস। সেই সাথে তিনি চলে যান রেকর্ড বুকের এক অনাকাঙ্ক্ষিত তালিকায়। আন্তনিও হিদালগো ও আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার ইতিহাসে বদলি হয়ে নেমে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া তৃতীয় খেলোয়াড় এডগার গনসালেস।

ছবি: সংগৃহীত

১০ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেয়ার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। ৩৬ মিনিটে জুলস কুন্দের চমৎকার ক্রস থেকে অনায়াসে জাল খুঁজে নেন লেভানদোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল। এর তিন মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা রাফিনিয়া। আর শেষ গোলটি আসে প্রতিপক্ষের কল্যাণে। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে বড় জয় পায় বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টের অগ্রগামিতা ধরে রেখে লিগ শিরোপা অর্জনের পথে আরেক ধাপ এগোলো বার্সা।

ছবি: সংগৃহীত

এই ম্যাচে রেকর্ড গড়ে মাঠে নামেন ১৫ বছর ২৯০ দিন বয়সী স্প্যানিশ অ্যাটাকার লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে ম্যাচ খেলার কীর্তি গড়েন এই ফুটবলার। বার্সার একাডেমি লা মাসিয়ার গ্র্যাজুয়েট ইয়ামাল আসছে জুনে ১৬ বছরে পা দেবেন। ম্যাচের ৮৪ মিনিটে গাভির বদলে তাকে মাঠে নামান কোচ জাভি। লা লিগার ইতিহাসে পঞ্চম কনিষ্ঠ ফুটবলার লামিন ইয়ামাল।

আরও পড়ুন: বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply