এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জিলান বাসার স্টেডিয়ামে শুরু হবে খেলাটি।
পরবর্তী রাউন্ডে যেতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের সামনে। স্বাগতিকদের সাথে ড্র করলে পয়েন্ট সমান হবে বাংলাদেশের। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে খেলবে সিঙ্গাপুরের মেয়েরা। স্বাভাবিক খেলা উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ার বিষয়ে আত্মপ্রত্যয়ী অধিনায়ক রুমা আক্তার।
এদিকে, এই খেলাকে কেন্দ্র করে বাড়তি উন্মাদনা কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ম্যাচের একদিন আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট।
আরও পড়ুন: বড় জয়ে শিরোপার আরও কাছে বার্সা, ইতিহাস গড়লেন ইয়ামাল
/এম ই
Leave a reply