লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান উৎপাদন হয়েছে: কৃষিমন্ত্রী

|

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আব্দুর রাজ্জাক বলেন, এ বছর ৪৯ লাখ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে উৎপাদন হয়েছে ৫০ লাখ হেক্টর জমিতে। এর মধ্যে হাওরসহ সারাদেশে ৬৬ ভাগ ধান কাটা হয়েছে। আগামীতে দেশে খাদ্যের সংকট হবে না বলেও আশা প্রকাশ করে কৃষিমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আব্দুর রাজ্জাক বলেন, সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। বোরোর ব্যাপকভাবে আগাম রোপণ ও কাটা নিয়েও গবেষণা চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply