বৈশ্বিক সমতার জন্য চীনের উপস্থিতি চায় বিশ্ব: বাশার আল আসাদ

|

ছবি: সংগৃহীত

বৈশ্বিক সমতার জন্য চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতি দেখতে চায় আন্তর্জাতিক মহল। চীনের বিশেষ প্রতিনিধি ঝাই জুনের সফরকালে এ মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। খবর বিবিসির।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দামেস্কের বৈঠকে বাশার আল আসাদ জানান, ভারসাম্যের মাধ্যমে চীনের উত্থান প্রশংসনীয়। রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে চীন। যার ফলে লাভবান হচ্ছে বাকিরা। এ সময় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে সৌদি আরব ও ইরানের চুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি। তাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল বেইজিং।

তাছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের শান্তি প্রস্তাবেরও ভূয়সী প্রশংসা করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি আরও বলেন, দীর্ঘ ১২ বছরের সংঘাতে সিরিয়ার পাশেই ছিল চীন। তাছাড়া, ভূমিকম্প দুর্গত এলাকাগুলোয় ত্রাণ পাঠিয়েছে চীন।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে ফিলিপাইনের জাহাজ তাড়া করার অভিযোগ যুক্তরাষ্ট্রের

/এমই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply