বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

|

শোকাবহ ১৫ আগস্ট আজ। জাতীয় শোক দিবস। সারাদেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শোকাবহ দিনটি।

ভোরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে প্রতিকৃতিতে ফুল দেন। এরপর শুরু হয় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। দিবসটি স্মরণে সারা দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, কাঙালি ভোজ, দোয়া মাহফিলসহ নানা আয়োজন রয়েছে আজ।

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর সহধর্মিনীসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরিবার, আত্মীয় স্বজন ছাড়াও ১৫ আগস্টে নিহত আরো ১৮ জনের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ফাতেহা পাঠ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply