স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুর সদরের ঝিকরহাটিতে নিজঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ঘরের ভেতর রেখে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে মহিউদ্দিন খান (৪২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিঁকরাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছোট ছেলে মহিউদ্দিন খান একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের গৃহকর্মী রানী আক্তার মহিউদ্দিনের মরদেহ বাথরুমে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহের সুরতহাল করে সিআইডিকে খরব দিলে পরে দুপুর ২টার দিকে প্রয়োজনীয় আলামত রেখে মৃতদেহ মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এসময় মহিউদ্দিনের বুকের ওপর ক্ষতের চিহ্ন দেখা যায়।
মহিউদ্দিন খানের পরিবারের দাবি, ঘরের মধ্যে কেউ না থাকায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে রেখে গেছেন দুর্বৃত্তরা। তবে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের আগে হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে কিছু বলেনি।
এটিএম/
Leave a reply