কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে আজ (৫ মে) যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে দ্বিবার্ষিক এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাসস জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।
প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েলথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
পরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজা ও কুইন কনসোর্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আসা সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিদেশি প্রতিনিধিদের সাথে রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
এএআর/
Leave a reply