ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ির জীবনাবসান

|

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা অটল বিহারি বাজপেয়ির জীবনাবসান হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৩ বছর বয়সী এই নেতা।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা, ডিমেনশিয়াসহ নানা রোগে ভুগছিলেন তিনি। দুই মাস লাইফ সাপোর্টে ছিলেন বাজপেয়ি।

দলের সাবেক এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তা মোদি বলেন, জীবনের প্রতিটি মুহুর্ত দেশের জন্য উৎসর্গ করেছিলেন বর্ষীয়ান এই নেতা।

বাজপেয়ি ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিন দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে ১০ বার লোকসভা এবং দু’বার রাজ্যসভার সদস্য ছিলেন।

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর গোয়ালিয়রে কৃষ্ণ বিহারী বাজপেয়ী ও কৃষ্ণা দেবীর ঘরে জন্ম হয় অটল বিহারী বাজপেয়ির। তার ঠাকুরদা পণ্ডিত শ্যামলাল বাজপেয়ী উত্তরপ্রদেশের বাতেশ্বরের গ্রাম থেকে গোয়ালিয়রের মোরেনায় চলে আসেন। বাবা কৃষ্ণ বিহারী গ্রামের স্কুলের শিক্ষক ও কবি ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply