ইমরান খানকে পুলিশ লাইনসে উপস্থাপন, ১৪ দিনের রিমান্ড চাইবে দুর্নীতি দমন বিভাগ

|

ছবি : সংগৃহীত

ইসলামাবাদ পুলিশ লাইনসে উপস্থাপন করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বিধান অনুযায়ী এককালীন কোর্ট ভেন্যু হিসেবে একে স্বীকৃতি দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে পুলিশ লাইনস ও বিশেষ আদালত ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খবর এপি নিউজের।

দুর্নীতি দমন বিভাগ (এনএবি) সূত্র জানিয়েছে, তারা আদালতের কাছে সর্বোচ্চ দুই সপ্তাহের রিমান্ড চাইবেন। বিচারপতি জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ১৯৯৯ সালে, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স অনুসারে শারীরিকভাবে হেফাজতে রাখার সময় ৯০ দিন থেকে কাটছাট করে ১৪ দিনে নামানো হয়েছে। সেটাও আদালতের অনুমোদন সাপেক্ষে।

সংস্থাটির দাবি, স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইমরান খানকে। করা হচ্ছে না শারীরিক হেনস্তা। এদিকে পিটিআই চেয়ারপার্সনের আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রীয়ভাবে অপহৃত হয়েছেন ইমরান খান।

ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান বলেন, ইমরান খানের গ্রেফতার আসলে রাষ্ট্রীয় মদদে অপহরণ। দ্বিতীয় বিষয়টি হলো, যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে; তাতে প্রমাণিত হয় দেশে সংবিধানের কোনো অস্তিত্ব নেই। পাকিস্তানে এই মুহূর্তে, অঘোষিত মার্শাল ল’ আর জরুরি অবস্থা চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply